কীভাবে উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করবেন?

আপনি নিশ্চয়ই বিভিন্ন উইকিপিডিয়া আর্টিকেল বা নিবন্ধে সুন্দর সুন্দর ছবি দেখেছেন। উইকিপিডিয়ার এই সব ছবির অধিকাংশই ‘Wikimedia Commons’ নামে একটি ওয়েবসাইটে স্টোর করে রাখা হয় ও সেখান থেকেই বিভিন্ন ভাষার উইকিপিডিয়া আর্টিকেলে ব্যবহার করা হয়। উইকিপিডিয়ার মত কমন্সেও যে কেউ ছবি আপলোড করতে পারেন।

কমন্সে ছবি আপলোড করার সময় আপনাকে অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে।

* যে ছবিটি আপলোড করবেন সেটি কমন্সে মুক্ত লাইসেন্সে দিতে হবে। প্রথম দিকে শুধুমাত্র নিজের তোলা ছবিই আপলোড করবেন তাহলে আর ডিলিট হয়ে যাবে না। ইন্টারনেট থেকে অন্যের ছবি আপলোড করলে সেগুলো ডিলিট করে দেওয়া হয়।

* ছবিটি অবশ্যই শিক্ষামূলক হতে হবে। সহজভাবে উইকিপিডিয়ায় ব্যবহারযোগ্য নয় এমন ছবি আপলোড করবেন না। যেমন, সেলফি, পার্সোনাল ছবি, বন্ধুদের ছবি ইত্যাদি। মনে রাখবেন, উইকিমিডিয়া কমন্স ফ্লিকারের মত ইমেজ হোস্টিং সাইট নয়।

চলুন তাহলে দেখে নিই কিভাবে কমন্সে ছবি আপলোড করবেন:

১. প্রথমে commons.wikimedia.org ওয়েবসাইটে যান ও লগ-ইন করুন (আপনার উইকিপিডিয়া একাউন্ট থাকলে উক্ত একাউন্ট দিয়েই লগ-ইন করতে পারবেন; অন্যথায় একাউন্ট তৈরি করুন)। এরপর ‘Upload’ বাটনে ক্লিক করুন।

চিত্র-১
চিত্র-২

২. এরপর কমন্সে কি আপলোড করা যাবে ও কি করা যাবে না এ ধরণের একটি ছোট ইনফো ওপেন হবে। সেগুলো পড়ার পর ‘Next’-এ ক্লিক করুন। পরে ‘Select media files to share’-এ ক্লিক করুন। আপনার কম্পিউটার থেকে যে ছবিটি আপলোড করবেন সেটি নির্বাচন করুন। ছবি নির্বাচন করার পর আপলোড শুরু হবে। আপলোড শুরু হওয়ার পর ‘Add more files’-এ ক্লিক করে আপনি একাধিক চিত্র একইসাথে আপলোড করতে পারবেন।

চিত্র-৩
চিত্র-৪
চিত্র-৫

৩. আপলোড শেষ হলে ‘Continue’ বাটনে ক্লিক করুন। এবার ছবির লাইসেন্স নির্বাচনের আপশন আসবে, ছবিটি আপনার তোলা থাকলে ‘This file is my own work’ অপশনটি নির্বাচন করুন (স্বয়ংক্রিয়ভাবে ফটোগ্রাফার হিসেবে আপনার ইউজারনেইমটি যুক্ত হবে) ও ‘Next‘ বাটনে ক্লিক করুন।

চিত্র-৬

৪. এরপর ছবির সম্পর্কে একটি পাতা আসবে। মনে রাখবেন কমন্সের সকল ছবির একটি ইউনিক নাম দিতে হয়। সুতরাং একই ধরণের ছবির ক্ষেত্রে টাইটেল হিসেবে প্রতিটির ক্ষেত্রে শেষে হয় সংখ্যা যুক্ত করুন অথবা অন্য কোন ক্যারেক্টার যুক্ত করুন। ‘Title’ ঘরে ছবির একটি শিরোনাম লিখুন, ‘Description’ ঘরে ছবিটি সম্পর্কেিএক/দু লাইনের বর্ণনা লিখুন ও ‘Categories’ ঘরে ছবিটি যে ক্যাটাগরিতে পরে সেটি লিখুন। ক্যাটাগরি সম্পর্কে সিউড় না হলে উক্ত ঘরে ছবিটি যে বিভাগ থেকে তুলা সে বিভাগের নাম লিখুন। তবে কোন ক্রমেই ‘Categories’ ঘরটি খালি রাখবেন না কারণ তাহলে কমন্সের সব দেশের ছবির মাঝে সেটি পরবর্তীতে খুঁজে পাওয়া দূরহ হবে। কাজ শেষ হলে ‘Next’ বাটনটি ক্লিক করুন।

চিত্র-৭

৫. এ পর্যায়ে আপনার ছবিটি কমন্সে আপলোড হয়ে যাবে। আপনার আপলোড করা সকল ছবি দেখতে আপনার একাউন্টে লগ-ইন থাকা অবস্থায় উপরে ডানকোণায় থাকা ‘Upload’ বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার আপলোডকৃত সকল ছবির তালিকা দেখতে পাবেন।

চিত্র-৮
চিত্র-৯